Site icon Jamuna Television

আ. লীগ এবং তাদের দোসর ব্যতিত সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠনের দাবি নুরের

আওয়ামী লীগ এবং তাদের দোসর ব্যতিত সবাইকে নিয়ে আগামী দিনের জাতীয় সরকার গঠনের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে রংপুরের গঙ্গাচড়া উপজেলা অডিটোরিয়ামে গণঅধিকার পরিষদ আয়োজিত মতবিনিময় সভায় নুর এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় সরকার না হলে দেশে ভয়াবহ পরিস্থিতি তৈরি হবে। গণঅভ্যুত্থানের পর অংশীজনদের নিয়ে জাতীয় সরকার গঠন করলে ড. ইউনূস সরকার যে চাপ অনুভব করছে সেটি হতো না বলেও মন্তব্য করেন তিনি। পরিষদের অধীনে তরুণ নেতৃত্বের ওপর দেশবাসীকে আস্থা রাখার আহ্বান জানান নুর।

/এনকে

Exit mobile version