যুদ্ধবিরতির আগমুহূর্তেও চলছে ইসরায়েলি তাণ্ডব, প্রাণহানি বেড়ে ১২৩

|

ফাইল ছবি।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের সময়সীমার আগ মুহূর্তেও গাজায় তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেলআবিব। গত বুধবার হামাস-ইসরায়েল চুক্তির পর রোববার (১৯ জানুয়ারি) চারদিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২৩ জনে।

শেষ মুহূর্তে গাজার মধ্য ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সৈন্যরা। সবচেয়ে ভুক্তভোগী খান ইউনিস, রাফাহ ও গাজা সিটি। আল মাওয়াসি আশ্রয়কেন্দ্রেও বোমাবর্ষণ করেছে সেনারা। নিহত হয়েছে একই পরিবারের ৫ জন।

গাজায় ১৫ মাসের ইসরায়েলি আগ্রাসনে মৃত্যু হয়েছে প্রায় ৪৭ হাজার মানুষের। বাস্তুচ্যুত উপত্যকার ২২ লাখ বাসিন্দার প্রায় সবাই। ত্রাণ প্রবেশে বাধা দেয়ায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। হাসপাতালে একের পর এক হামলায় বিপর্যস্ত চিকিৎসা সেবা।

/এমএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply