Site icon Jamuna Television

বিশ্ব বাজারে কমেছে পাম ও জ্বালানি তেলের দাম

বিশ্ব বাজারে পাম অয়েলের দাম কমতে শুরু করেছে। সয়াবিন তেলের চাহিদা বেড়েছে বলেই কমে যাচ্ছে পামের দাম। ফলে খারাপ আবহাওয়ার কারণে মালয়েশিয়ায় পাম অয়েলের উৎপাদন কমা নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছিল তাতে স্বস্তি ফিরবে। এক প্রতিবেদনে বিজনেস রেকর্ডার এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে, ভারত পাঁচ লাখ টন পাম অয়েল আমদানি করে। যা নভেম্বরের চেয়ে ৪১ শতাংশ কম। ভারতের সরকার ও শিল্প কর্মকর্তারা জানুয়ারিতে পাম তেলের আমদানি পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পূর্বাভাস দিয়েছেন।

আগামী এপ্রিল ডেলিভারির জন্য বুরসা মালয়েশিয়া ডেরিভেটিভস এক্সচেঞ্জে বেঞ্চমার্ক পাম অয়েল চুক্তির দাম ৭ রিঙ্গিত বা ০.১৭% বেড়ে ৪,১৯৩ রিঙ্গিত প্রতি মেট্রিক টন হয়েছে।

এদিকে, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দামও কমেছে। ব্রেন্ট ক্রুডের দাম ৫০ সেন্ট কমে ৮০ দশমিক ৭৯ ডলার হয়েছে। তাছাড়া ওয়েস্ট টেক্সাস ইন্টার মিডিয়েটের দাম ৮০ সেন্ট কমে ৭৭ দশমিক ৮৮ ডলার হয়েছে।

/এআই

Exit mobile version