Site icon Jamuna Television

ট্রাম্প শুল্ক আরোপ করলে পাল্টা জবাব দেবে কানাডা

কানাডার পণ্যের ওপর শুল্ক বৃদ্ধি করলে তার পাল্টা জবাব দেয়া হবে বলে মন্তব্য করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলোনি জলি। এছাড়া কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য বাণিজ্য যুদ্ধ হতে পারে বলে আশঙ্কা করেন তিনি। যা কয়েকযুগের মধ্যে সবচেয়ে বৃহৎ কানাডা-যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধ বলে ধারণা করেন মেলোনি। এক প্রতিবেদনে সংবাদ সংস্থা এপি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সর্বোচ্চ চাপ নিতে প্রস্তুত। তিনি আরও বলেন, ট্রাম্প যদি অতিরিক্ত শুল্ক চাপানোর সিদ্ধান্তে অটল থাকেন সেক্ষেত্রে কানাডার কাছেও বিকল্প আছে।

এএফপি জানায়, যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর উচ্চ শুল্ক আরোপে চিন্তা করছে অটোয়া। তবে, তা কানাডার ভোগ্যপণ্য ও চাকরির বাজারের ওপর প্রভাব ফেলবে। এর ফলে যুক্তরাষ্ট্রের মালিকানাধীন যেসব চাকরি আছে তা  হুমকির মুখে পড়বে।

এছাড়াও দাম বৃদ্ধি পাবে কানাডায় ব্যবহৃত যুক্তরাষ্ট্রের পণ্যের। দাম বৃদ্ধি পেতে পারে  ইস্পাত, টয়লেট ও সিংক (সিরামিকের), কাচের তৈরি জিনিস ও কমলার শরবতের মতো পণ্যের। এতে হুমকির মুখে পড়বে দুই দেশের সম্মিলিত নিরাপত্তা। এছাড়া এর প্রভাবে পুরো মহাদেশ জুড়ে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে।

মেলোনি আরও বলেন, ট্রাম্প যে হারে শুল্ক আরোপ করছেন তাতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ‘ট্রাম্প শুল্কের’ মাধ্যমে নিষ্পেষিত হবে। 

/এআই

Exit mobile version