Site icon Jamuna Television

সাইফ আলির ওপর হামলাকারীর পরিচয় জানালো মুম্বাই পুলিশ

সম্প্রতি বলিউড তারকা সাইফ আলি খানের মুম্বাইয়ের বাড়িতে হামলার ঘটনা ঘটে। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছে চিকিৎসকরা।

এ ঘটনায় এর আগে একজনকে আটক করে মুম্বাই পুলিশ। যদিও পরে জানানো হয়, ওই ব্যক্তি হামলার সাথে জড়িত নন।

বিষয়টি নিয়ে যখন নানা গুঞ্জন চলছে, তখন আরেক দাবি করে বসলো মুম্বাই পুলিশ। তাদের ভাষ্য, সাইফের বাসায় হামলার মূল পরিকল্পনাকারী বাংলাদেশের নাগরিক। ওই ব্যক্তি কয়েক মাস আগে অবৈধভাবে ভারতে যায়। যদিও তাদের এই দাবির পেছনে অকাট্য তথ্য-প্রমাণ মুম্বাই পুলিশ হাজির করতে পারেনি।

রোববার (১৯ জানুয়ারি) সকালে পুলিশের ডেপুটি কমিশনার দীক্ষিত গেদাম গণমাধ্যমে বলেন, বুধবার রাতে তারা এই হামলার সাথে সম্পৃক্ত একজনকে আটক করেছে। তার নাম, মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ।

পুলিশ কর্মকর্তার দাবি, এই ব্যক্তির কোনো ভারতীয় কাগজপত্র নেই। তার বিরুদ্ধে এরইমধ্যেই পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ডাকাতির উদ্দেশ্যে সে সাইফের বাড়িতে ঢুকেছিল।

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তির কাছ থেকে কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। চার মাস আগে সে ভারতে প্রবেশ করে এবং বিজয় দাস নামে মুম্বাইতে বসবাস করছিল।

পুলিশের দাবি, কয়েকমাস আগেও গ্রেফতার ব্যক্তি একটি রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ করতো। বর্তমানে বেকার। এই জন্যই সে বড় চুরির আশায় সাইফের বাড়িতে হানা দেয়।

/এটিএম

Exit mobile version