Site icon Jamuna Television

‘কতটুকু সংস্কার হবে সে বিষয়ে ঐকমত্যে না পৌঁছলে নির্বাচন আয়োজন কঠিন’

কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। দ্রুত সংস্কার কাজ সম্পন্ন করতে রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে।

আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে প্রেস সচিব বলেন, দলটিকে নিষিদ্ধ করার পরিকল্পনা বর্তমান সরকারের নেই। সরকারি কর্মকর্তা- কর্মচারীদের মহার্ঘ্য ভাতা প্রদানকে যুক্তিযুক্ত সিদ্ধান্ত উল্লেখ করে তিনি জানান, আশপাশের দেশের প্রেক্ষাপট বিবেচনা করেই ভাতা দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

/এমএইচ

Exit mobile version