মৌলভীবাজারে ছুরিকাঘাতে যুবদল নেতা নিহত

|

মৌলভীবাজার করেসপনডেন্ট:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ছুরিকাঘাতে নোমান আহমদ (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। শনিবার (১৮ জানুয়ারি) রাতে উপজেলার বাড্ডা বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার ছেলে। তিনি সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। 

ইউপি সদস্য আব্দুস শহীদ অভিযোগ করেন, শনিবার রাতে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এ সময় হঠাৎ দুইজন যুবক নোমানের বুকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ অভিযোগ করেন, মারজান আহমদ গং এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিও জানান তিনি।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহিরুল ইসলাম জানান, লেনদেন সংক্রান্ত বিষয় নিয়ে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

/আরএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply