বৈষম্য তৈরির চেষ্টা করলে সরকারকে সমর্থন করবো না: মান্না

|

সরকারকে সমর্থন করছি; তবে এই সরকার যদি শিক্ষকসহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরি করার চেষ্টা করে তাহলে সমর্থন করবো না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

রোববার (১৯ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বদলি প্রত্যাশী এমপিওভুক্ত শিক্ষক ফোরামের অবস্থান কর্মসূচি পালন করে।

কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষকদের এমপিওভুক্ত ও বদলি দুটি দাবিই যৌক্তিক। তাদের দাবি মানতে কোন টাকা লাগবে না; শিক্ষকদের বদলির যেখানে সুযোগ রয়েছে সেখানে বদলি কেন করা হচ্ছে না বলেও প্রশ্ন তোলেন তিনি।

এ সময় শিক্ষকরা বলেন, বর্তমান সরকার শিক্ষকদের চাওয়াকে গুরুত্ব না দিয়ে শিক্ষকদের মাঝে বিভাজন ও বৈষম্য সৃষ্টি করে বেসরকারি এমপিও ভুক্ত প্রতিষ্ঠানে শুধু এনটিআরসিএ-র সুপারিশ শিক্ষকদের বদলির প্রজ্ঞাপন প্রকাশ করেছেন যা বৈষম্যমুলক। এই প্রজ্ঞাপন ২০১৬ সালের পূর্বের নিয়োগপ্রাপ্তদের সাথে বৈষম্য বলেও অভিযোগ করেন।

/এএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply