Site icon Jamuna Television

জাবিতে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষা দিতে আসা নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিতে এলে তাকে শাখা ছাত্রদল নেতাকর্মীদের সহায়তায় আটক করা হয়। এরপর আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক ওই ছাত্রলীগ কর্মীর নাম শরিফুল ইসলাম সোহান। তিনি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক ছাত্র।

শিক্ষার্থী ও প্রক্টরিয়াল বডির সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১৫ জুলাই রাতে জাবির শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ যে হামলা করেছিল, সেখানে শরিফুল ইসলাম সোহানের সক্রিয় অংশগ্রহণ ছিল। আজ বেলা ১২টায় তিনি পরীক্ষা দিতে বসলে শিক্ষার্থীরা তার পরীক্ষা আটকানোর কথা বলে। পরে প্রক্টরের উপস্থিতিতে তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের সদস্য রফিকুল ইসলাম বলেন, আমরা একে একে হামলাকারীদের আইনের হাতে তুলে দিচ্ছি কিন্তু দেখতে পাচ্ছি– অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে। ছাত্রদলে অনুপ্রবেশকারী একটা অংশও অপরাধীদের শেল্টার (আশ্রয়) দিচ্ছে। আমরা চাই ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি সবার যেন জিরো টলারেন্স থাকে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, গত জুলাই মাসে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আমরা অভিযুক্তদের যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন পেয়েছি, সেই প্রতিবেদনে সোহানের নাম আছে। বিশ্বিবদ্যালয়ের শিক্ষার্থীদের ক্ষোভ ও দাবির প্রেক্ষিতে আমরা তাকে আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করেছি। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়ার কথাও বলা হয়েছে।

/এএম

Exit mobile version