Site icon Jamuna Television

আপিলে বৈধ চিত্রনায়ক সোহেল রানার মনোনয়নপত্র

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। আসন্ন একাদশ সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানরীপাড়া) আসনের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন তিনি। তবে ৪১৪৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মঙ্গলবার আপিল করেছিলেন সোহেল রানা। শুক্রবার ইসি আপিল শুনানিতে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে। ফলে তিনি নির্বাচনে বৈধ প্রার্থী হয়েছেন।

এদিকে পুনঃতফসিল অনুযায়ী আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

Exit mobile version