Site icon Jamuna Television

টিপ-ঘোমটা দিয়ে জাবির ছাত্রী হলে ঢোকা সেই যুবকের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নওয়াব ফয়জুন্নেসা হলের একটি কক্ষ থেকে আটক বহিরাগত যুবকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। একইসঙ্গে, এ ঘটনায় অভিযুক্ত ছাত্রীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৯ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (নিরাপত্তা) জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযুক্ত যুবক আশরাফুলের বিরুদ্ধে ওই মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিক বলেন, আসামি থানা হেফাজতে আছে। আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) তাকে কোর্টে চালান করে দেয়া হবে।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এ বি এম আজিজুর রহমান জানান, এ ঘটনায় নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের (৫২তম ব্যাচ) শিক্ষার্থী অর্পা খন্দকারকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা অধ্যাদেশ-২০১৮ এর ৪(১)(খ) ধারা অনুযায়ী সাময়িক বহিষ্কার করে তাকে পরিবারের হেফাজতে দেয়া হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে ওই ছাত্রীর সঙ্গে হলে প্রবেশ করেন আশরাফুল ওরফে যাযাবর পারভেজ। এসময় তার কপালে ছিল টিপ, ঘোমটা দিয়ে মুখ ঢাকা ছিল। তার পোশাক ও হাঁটার ধরন দেখে হলের কয়েকজন ছাত্রীর সন্দেহ হলে বিষয়টি হল সুপারকে জানানো হয়। একপর্যায়ে সিসিটিভি ফুটেজ দেখে হল সুপারসহ কয়েকজন গিয়ে ওই ছাত্রীর কক্ষে আশরাফুলকে দেখতে পান।

এরপর তাকে আটক করে হল প্রাধ্যক্ষ ও প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে আশুলিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এরপর রোববার বিকেলে আশুলিয়া থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ঘটনা স্বীকার করে অভিযুক্ত পারভেজ বলেন, আমি জাবির হিম উৎসবে বেড়াতে এসেছি। অনুষ্ঠান দেখা শেষ করে আমি কপালে টিপ পড়ে মুখ ও শরীর চাদরে মুড়িয়ে হলে প্রবেশ করি।

অভিযুক্ত শিক্ষার্থী অর্পা খন্দকার বলেন, রাতে থাকার জায়গা না থাকায় তাকে হলে নিয়ে এসেছি। তবে আমরা কেউ আপত্তিকর অবস্থায় ছিলাম না।

/এএম

Exit mobile version