Site icon Jamuna Television

নিয়ন্ত্রণে মিরপুরের বাটার শো-রুমের আগুন

রাজধানীর মিরপুর ৬ নম্বরে প্রশিকা মোড়ে বাটার শো-রুমের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপকের। একই ভবনে থাকা দু’টি রেস্টুরেন্টও হয়েছে ক্ষতির মুখোমুখি। ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে লাগতে পারে আগুন। তবে ভবন মালিকের দাবি, শত্রুতার জের ধরে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড।

রোববার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে মিরপুরে দোতলা ভবনের নিচতলায় একটি বাটা শো-রুমে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। আগুনের লেলিহান শিখা দেখা না গেলেও কিছুক্ষণ পরপর বের হতে দেখা যায় সাদা-কালো ধোঁয়ার কুণ্ডুলী।

ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবরের সঙ্গে সঙ্গে মিরপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে। এরপর কল্যাণপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের একটি ইউনিট যোগ দিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাতের কারণ জানা না গেলেও, ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক গোলযোগ থেকে ঘটতে পারে এই দুর্ঘটনা। তবে তদন্ত করার পরেই জানা যাবে আসল কারণ।

বাটা শো-রুমের পাশপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি রেস্টুরেন্টও।

ফায়ার সার্ভিস আরও জানায়, প্রচন্ড ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। শ্বাস নিতে কষ্ট হয়েছে ফায়ার ফাইটারদের।

এদিকে ভবন মালিকের দাবি, পারিবারিক রেষারেষি থেকে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে অগ্নিকাণ্ড।

উল্লেখ্য, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও জানা যায়নি। বাটা শো-রুমের ব্যবস্থাপকের দাবি, ক্ষতির পরিমাণ হতে পারে আড়াই কোটি টাকারও বেশি।

/এমএইচআর

Exit mobile version