Site icon Jamuna Television

দিনাজপুরে আলুর বীজ কিনে প্রতারিত চাষি

দিনাজপুরের বোচাগঞ্জে ঋণ করে আলুর চাষ করেছিলেন ত্রিশ জন বেকার যুব্ক। অধিক ফলনের আশায় কিনেছিলেন উন্নত বীজ। তবে নির্ধারিত সময় পেরোনোর পরও পাননি কাঙ্ক্ষিত ফসলের দেখা। বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ ক্ষতিপূরণের দাবি তাদের।

মাস খানেক আগে লাগানো আলুর বীজ থেকে গজিয়েছে নতুন কুঁড়ি। বিস্তীর্ণ ক্ষেতজুড়ে যেন সবুজ গালিচা। আনন্দ আর স্বস্তিতে দিন যেতে থাকে চাষিদের।

এরপর দেখা যায়, সবুজ গাছে ছেয়ে থাকলেও, আলুর দেখা নেই বেশিরভাগ গাছের গোড়ায়। এতে হতাশার পাশাপাশি ঋণের টাকা ফেরত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা।

উন্নতমানের বীজে প্রতারণার লিখিত অভিযোগ দেয়া হয়েছে উপজেলা কৃষি অফিসে। এরপর ক্ষতিগ্রস্ত মাঠটি পরিদর্শন করেন কৃষি কর্মকর্তারা। জানতে চাইলে ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন সাহা।

শুধু বীজ সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ-ই নয় ক্ষতিপূরণেরও দাবি জানিয়েছেন ভুক্তভোগী চাষিরা।

/এটিএম

Exit mobile version