Site icon Jamuna Television

যশোরে গুলিবিদ্ধ ২৪ মামলার আসামি ‘ভাইপো রাকিব’

যশোরে সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছে ২৪টি মামলার আসামি রাকিব হোসেন ওরফে ভাইপো রাকিব। পরিবারের অভিযোগ, বাসা থেকে বের হয়ে পশু হাসপাতালের দিকে গেলে ইমন, তানভীর, সাব্বিরসহ চিহ্নিত কয়েক সন্ত্রাসী রাকিবের দিকে গুলি ছোড়ে।

রোববার (১৯ জানুয়ারি) রাতে শহরের শঙ্করপুর পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা প্রথমে তাকে যশোর মেডিকেল ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিয়ে যায়।

পুলিশ জানায়, আলোচিত জুম্মান হত্যাসহ অন্তত ২৪ মামলার আসামি রুবেল। ধারণা, আধিপত্য ও মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে তাকে হত্যাচেষ্টা করা হয়েছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।

/এটিএম

Exit mobile version