Site icon Jamuna Television

ভারতীয় গৃহবধূ প্রেমিক নিয়ে পালিয়ে এসে বিজিবির হাতে আটক

স্টাফ করসপনডেন্ট, কুড়িগ্রাম:

সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতীয় এক গৃহবধূ তার প্রেমিকের হাত ধরে বাংলাদেশে পালিয়ে এসেছে। স্বামী-সন্তান ছেড়ে প্রেমিককে বিয়ে করে সংসার বাধার উদ্দেশে বাংলাদেশে আসে ঘর বাঁধার জন্য। কিন্তু তাদের সে আশায় গুড়েবালি দিল বাংলাদেশের বিজিবি সদস্যরা। দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বাংলাদেশি সহযোগীসহ বিজিবির হাতে আটক হয় ওই ভারতীয় প্রেমিক যুগল।

ঘটনাটি ঘটেছে রোববার (১৯ জানুয়ারি) বিকেলে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের পাশে বালাতাড়ী গ্রামে। আটকের পর সন্ধ্যায় বাংলাদেশি সহযোগী এবং দুই ভারতীয় নাগরিককে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন, ভারতের পূর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের এক সন্তানের জননী রেশমা মন্ডল (২৮), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের ইউসুফ আলী (২২)।

ফুলবাড়ী থানার অফিসার ভারপ্রাপ্ত মামুনুর রশীদ জানান, সন্ধ্যায় বিজিবি ভারতীয় এক নারী, এক যুবক এবং তাদের সহযোগীকে থানায় সোপর্দ করেছে। এ ব্যাপারে অবৈধ অনুপ্রবেশের দায়ে  মামলা হয়েছে। সোমবার তাদের জেল হাজতে প্রেরণ করা হবে।

/এটিএম

Exit mobile version