Site icon Jamuna Television

‘দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন-গুম, অর্থ পাচার করেছেন শেখ হাসিনা’

শেখ হাসিনা দীর্ঘ দিন ক্ষমতায় থেকে খুন গুম, অর্থ পাচার করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

সোমবার (২০ জানুয়ারি) সকালে বিএনপির ৯০’র ডাকসু নেতাদের উদ্যোগে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হল ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দিবে, তাতে জনগণের সরকার কায়েম হবে।

সবশেষে তিনি জানান, বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দিবে সরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি।

এ সময়  শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বলেন, পাঠ্যবইতে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে। আসাদ মানেই স্বাধীনতা উল্লেখ করে তিনি জানান তার স্মৃতিফলক ও আসাদ গেট সংরক্ষণ করার দাবি জানান।

এ সময় তার পরিবার ও বিভিন্ন রাজনৈতিক সংগঠন পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

/এএস

Exit mobile version