Site icon Jamuna Television

‘বাগবিতণ্ডা’ নিয়ে যা বললেন তামিম-মালান

এবারের বিপিএলে মাঠের পারফরম্যান্স ছাপিয়ে একাধিক কাণ্ডে আলোচিত তামিম ইকবাল। সদ্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এ ক্রিকেটার বাগবিতণ্ডায় জড়িয়েছেন বারবার। কখনও প্রতিপক্ষ দলের খেলোয়াড়ের সাথে, আবার কখনও নিজ দলের সতীর্থের কারণে আলোচনায় এসেছেন তিনি। মাঠে ফরচুন বরিশাল অধিনায়কের মেজাজ হারানোটা এখন যেন নিয়মিত ঘটনা। রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে অ্যালেক্স হেলস, ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সাব্বির আহমেদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। ঘটনার ধারাবাহিকতায় পরের চরিত্রে ডেভিড মালান।

রোববার (১৯ জানুয়ারি) আবারও মাঠে মেজাজ হারাতে দেখা গেছে তামিমকে। চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচে বরিশালের আরেক ওপেনার ডেভিড মালানের সঙ্গে ভুল বোঝাবুঝির সূত্রে আউট হয়েছিলেন তামিম। এরপরেই রাগ নিয়েই মালানের দিকে তাকান তিনি। মালানকেও এই অবস্থায় কিছু একটা বলতে শোনা যায়। তবে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তিনি। এই ইস্যুতে কথা বলেছেন ডেভিড মালানও।

ম্যাচ শেষে তামিমের এমন আচরণ নিয়ে চলছিল আলোচনা। বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। ফেসবুকে এক স্ট্যাটাসে তামিম লেখেন, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন, মাঠে মালানের সঙ্গে কিছু হয়েছিল কিনা। এটা নিয়ে নাকি অনেক আলোচনা হচ্ছে। অথচ আমার সঙ্গে মালানের কিছুই হয়নি। মালান তো ওভাবে জবাব দিচ্ছিল প্রতিপক্ষের একজনকে!

বিপিএলে বরিশালের হয়ে খেলছেন তামিম, দলটির অধিনায়কও তিনি।

আউটের পর ইংলিশ ব্যাটারের সঙ্গে কী কথা হয়েছে তাও উল্লেখ করে তামিম লেখেন, মাঠে দুই ব্যাটসম্যানের ভুল বোঝাবুঝি হতেই পারে। তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করাও স্বাভাবিক। আমি রান আউট হওয়ার পরই মালান হাতের ইশারায় ‘সরি’ বলেছে। আমি সেদিকে তাকিয়ে মাঠের বাইরে চলে যাই। তার সঙ্গে কোনো কথাই হয়নি। কাছেই থাকা প্রতিপক্ষের একজন ফিল্ডার তখন মালানকে একটা কথা বলেছে, যা তার ভালো লাগেনি। মালান সেই ফিল্ডারকেই জবাব দিচ্ছিল, তার দিকেই এগিয়ে যাচ্ছিল। অথচ সেটাকেই অনেকে বানিয়ে ফেলেছে, আমার সঙ্গে নাকি মালানের ঝামেলা হয়েছে!

বরিশালের অধিনায়ক আরও লেখেন, অনেক সময়ই অনেকে টিভিতে দু-একটি দৃশ্য দেখে নানা রকম ধারণা করে ফেলেন। গত কয়েক দিনে আমাকে নিয়েও এরকম হয়েছে। কিন্তু কোনো ঘটনা তো হুট করে হয় না। এটার পেছনেও অনেক ঘটনা থাকে। মাঠে এরকম অনেক কিছুই হয়, যা টিভিতে পুরোপুরি ফুটে ওঠে না এবং সেটা উচিতও নয়।

টিভিতে দেখে চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয় উল্লেখ করে তামিম লেখেন, টিভিতে দু-একটি দৃশ্য দেখেই চূড়ান্ত ধারণা নেওয়া উচিত নয়। যাদের নিয়ে ঘটনা, যারা মাঠে থাকেন, তারা সবকিছু জানেন। আজকের উদাহরণ দিয়েই আবার বলছি, টিভিতে এক-দুই ঝলক দেখেই সিদ্ধান্তে পৌঁছে যাওয়া উচিত নয়।

ইংলিশ ব্যাটার ডেভিড মিলান। তিনিও খেলছেন ফরচুন বরিশালের হয়ে।

অপরদিকে, সতীর্থের সঙ্গে মাঠের এই ঘটনার রেশ অন্যদিকে ধাবিত হচ্ছে দেখে মুখ খুলেছেন ডেভিড মালানও। তিনি বলেছেন, তামিমের সাথে আমার কোনো ঝামেলা হয়নি, যা শুনেছেন সবই মিথ্যা।

/এমএইচআর

Exit mobile version