Site icon Jamuna Television

গাজায় পৌঁছালো ৫৫০ ত্রাণবাহী ট্রাক

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর স্থানীয় সময় রবিবার (১৯ জানুয়ারি) সকালে ৫৫২টি খাদ্য ও জরুরি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করেছে। গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাত দিয়ে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, ‘গতকাল সারা দিনে রাফা ও অন্যান্য সীমান্ত ক্রসিং দিয়ে মোট ৫৫২টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে। ট্রাকগুলোতে গাজার বাসিন্দাদের জন্য চিকিৎসা সামগ্রী, শাকসবজি, জ্বালানি, ময়দা, মাংস ও অন্যান্য জরুরি ত্রাণ পাঠিয়েছে। এই ট্রাকগুলোর মধ্যে ২৪২টিকে উত্তর গাজায় পাঠানো হয়েছে।’

যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ৯০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল। এর আগে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। রোববার (১৯ জানুয়ারি) দীর্ঘ ১৫ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় কার্যকর হয় বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। মুক্তি পাওয়া ৯০ জনের মধ্যে ২১ জন কিশোর ও ৬৯ নারী।

অন্যদিকে, গাজায় যুদ্ধবিরতি কার্যকরের প্রথম দিনে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। জিম্মিদের রেডক্রসের হাতে তুলে দিয়েছে তারা।

/এআই

Exit mobile version