Site icon Jamuna Television

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ কালে ৮ বাংলাদেশি আটক

পঞ্চগড় করেসপনডেন্ট:

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে ৮ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 সোমবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা।

আটককৃতরা হলেন হলেন, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ছোট চন্ডীপুর গ্রামের জিতেন্দ্র নাথ রায়ের ছেলে বিষ্ণজিত রায় (২৭), বিষ্ণজিত রায়ের স্ত্রী খুশি রায় (২৩)। একই জেলার কাহারোল উপজেলার তেলিয়ান গ্রামের শ্রী ভবেস রায়ের ছেলে শ্রী রতন রায় (৩০), রতন রায়ের স্ত্রী চন্দনা রাণী রায় (২৮)। অপরদিকে পঞ্চগড়ের বোদা উপজেলার উৎকুড়া গ্রামের ধমেশ্বর রায়ের ছেলে শ্রী সুজন রায় (২১)।

বিজিবি জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বোদা থানার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭৭৭/৬-এস হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাজীপাড়া এলাকা দিয়ে রাত ১২টা ৫০ মিনিটে  বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে আসছে। খবর পেয়ে অধীনস্থ বড়শশী বিওপির একটি চৌকস অভিযানিক দল অভিযান পরিচালনা করে ৮জনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ব্যক্তিগত ০৩টি মোবাইল ফোন এবং বাংলাদেশি নগদ ৪ হাজার ৫৮৪/- টাকা পাওয়া যায়।

আটকের পর তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশে একাধিক দালাল চক্রের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা চুক্তিতে ভারতে যেতে সীমান্ত এলাকায় আসে বলে জানা যায়।

নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, আটককৃতদের মধ্যে ৩জন শিশু থাকায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সীমান্তে  বিজিবির কড়া নজরদারি রয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান রোধে বিজিবি সদা প্রস্তুত রয়েছে।

/এসআইএন

Exit mobile version