Site icon Jamuna Television

শহীদদের রক্তের সঙ্গে সবাই বেইমানি করেছে: সাইফুল হক

ফাইল ছবি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, সব গণঅভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিল তা পূরণ হয়নি। শহীদদের রক্তের সঙ্গে সবাই বেইমানি করেছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে শাহবাগে শহীদ আসাদ দিবস উপলক্ষে, গণসাংস্কৃতি ফ্রন্টের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ৫ মাস পার হলেও বৈষম্য নিরসনে সরকার কোনো কমিশন গঠন করেনি। আন্দোলনে যারা শহীদ হয়েছে এই সরকারে তাদের কোনো প্রতিনিধি যুক্ত হয়নি।

আলোচনা সভায় অন্যান্য বক্তারা বলেন, যারা সরকারে আছেন, তারা জনগণের হয়ে কথা বলতে পারছে না। সংস্কার কমিশন ভাল পরামর্শ দিলেও তা বাস্তবায়ন নিয়ে শঙ্কা আছে । নতুন করে দখলদারিত্বের প্রতিযোগিতা দেখা যাচ্ছে যেটি অভ্যুত্থানের আদর্শের সঙ্গে বেঈমানি।

এ ছাড়াও নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তনের ধারা সৃষ্টি করতে হবে। ভোটের গণতান্ত্রিক অধিকার নিশ্চিতের আহবানও জানান বক্তারা।

/এসআইএন

Exit mobile version