Site icon Jamuna Television

যশোরে জামায়াত নেতার মাছ লুটের দায়ে বিএনপির ২ নেতা বহিষ্কার

যশোর করেসপনডেন্ট:

জামায়াত নেতার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগে যশোরের মনিরামপুরে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা কোনো সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে পারবে না।

সোমবার (২০ জানুয়ারি) জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বহিষ্কৃতরা হলেন—নেহালপুর ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুবুর রহমান ও ওয়ার্ড বিএনপির সদস্য রাজিব।

এ বিষয়ে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, দলের কঠোর নির্দেশনা রয়েছে। কেউ দলীয় শৃঙ্খলাপন্থী কাজ করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য। উপজেলা বিএনপির সুপারিশে দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এর আগে বহিষ্কৃত ওই দুজনের বিরুদ্ধে গত শনিবার আলমসাধু ভর্তি মাছ লুট করে বিক্রির অভিযোগ ওঠে। তারা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের মাছ ভেবেই সেগুলো লুট করেন বলে জানা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে ব্যাপক তোলপাড় হয়।

স্থানীয় রাজনীতিবিদরা জানিয়েছেন, মাছ লুটের ঘটনার সঙ্গে সঙ্গে তথ্য পেয়ে নেহালপুর ইউনিয়ন বিএনপি নেতারা তা উদ্ধারে সক্রিয় হয়ে ওঠেন। ঘটনার পর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান জানিয়েছিলেন, সিসিটিভির ফুটেজ দেখে মাহাবুব ও রাজিব নামে দুজনকে মাছ লুটের সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরে তাদের কাছ থেকে মাছ বিক্রির সব টাকা উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেয়া হয়েছে।

/এসআইএন

Exit mobile version