Site icon Jamuna Television

‘জনম জনম ধরে সারাদিনরাত পাশে থাকবো’, কাকে লিখলেন তাহসান?

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান লিখেছেন, ‘জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিনরাত ভরে পাশে থাকবো।’

সোমবার (২০ জানুয়ারি) সামাজিকমাধ্যম ফেসবুকে গুণী সংগীত পরিচালক প্রিন্স মাহমুদের একটি পোস্ট শেয়ার করেন। সেখানে তিনি এসব কথা লেখেন।

এদিকে, প্রিন্স মাহমুদ তার পোস্টে লেখেন, ‘আমার ছিপ নৌকোয় এসো, ও অন্য মেয়ে’, ‘আমি আবারও তোমার ওই আঙুলে’ এ দুটোই ছিল দুটো ভালোবাসা দিবসের বিশেষ পছন্দের গান। এবার আমরা আসছি সিয়াম আহমেদের ‘জংলি’ মুভির ‘জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিনরাত ভরে পাশে থাকবো’ গান নিয়ে..।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের ‘জংলি’ সিনেমায় তাহসান খান ও প্রিন্স মাহমুদ জুটি আবারও আসছে নতুন গান নিয়ে। এই সিনেমার আরও তিনটি গান রয়েছে, সেগুলোও তৈরি করেছেন প্রিন্স।

এ নিয়ে তিনি বলেন, দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এবারই প্রথম কোনো সিনেমায় সব গানের সুরকার হিসেবে আমাকে পাওয়া যাবে। যদিও ‘জংলি’র আগে আরেকটি সিনেমার সব গান তৈরি করে দেয়ার দায়িত্ব নিয়েছি, তবে সেই সিনেমা মুক্তি পেতে আরও দেরি হবে। ‘জংলি’তে যারা প্লেব্যাক করেছেন, তারা সবাই নিজের সেরা গায়কী তুলে ধরার চেষ্টা করেছেন। সুরকার হিসেবে আমিও আমার জায়গায় ভালো করার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমার বিশ্বাস, ‘জংলি’ সিনেমার গানগুলো শ্রোতামনে ছাপ ফেলবে।

/এএম

Exit mobile version