Site icon Jamuna Television

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তাকে শপথ পড়ান প্রধান বিচারপতি।

সোমবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টায় ক্যাপিটল হিলে কয়েক লাখ মানুষের উপস্থিতিতে তিনি শপথ নেন। খবর রয়টার্সের।

শপথ গ্রহণের পর রীতি অনুসারে জাতির উদ্দেশ্যে অভিষেক বক্তব্য রাখেন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, এই মুহূর্ত থেকে শুরু হলো যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগ। আজকের পর থেকে আমাদের দেশ তার সম্মান ফেরত পাবে, আবারও ধাবিত হবে উন্নতির দিকে। সবাই যুক্তরাষ্ট্রকে ঈর্ষা করবে। কিন্তু কাউকে যুক্তরাষ্ট্রের কোনো সুযোগ নিতে দেয়া হবে না।

যেকোনো মূল্যে বিগত সরকারের দুর্নীতি, অবিচারসহ প্রতিটি অনিয়মের পরিবর্তন আনা হবে জানিয়ে ট্রাম্প বলেন, পুনরুদ্ধার করা হবে যুক্তরাষ্ট্রের সার্বভৌমত্ব, পুনঃপ্রতিষ্ঠিত হবে নিরাপত্তা, পুনঃস্থাপিত হবে ন্যায়বিচারের ভারসাম্য। শেষ হবে বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভ্যাস। নতুন প্রশাসনের প্রধান মনোযোগ একটি গর্বিত, সমৃদ্ধ এবং স্বাধীন জাতি গড়ে তোলা। আমেরিকা খুব শিগগিরই আরও মহান, আরও শক্তিশালী এবং অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি অসাধারণ হয়ে উঠবে।

দক্ষিণ সীমান্তে জরুরী অবস্থা ঘোষণা করা হবে জানিয়ে তিনি আরও বলেন, আমি সাউর্দান বর্ডারে জরুরী অবস্থা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছি। সীমান্ত পার হয়ে যারাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে তাদেরকেই গ্রেফতার করা হবে। এবং সঙ্গে সঙ্গে ফেরত পাঠানো হবে নিজ দেশে। মাফিয়া গোষ্ঠীগুলোকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দেয়া হবে।

শপথ অনুষ্ঠানে ট্রাম্পকে স্বাগত জানান বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। অংশ নেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা এবং বিল ক্লিনটন।

উল্লেখ্য, গত বছর নভেম্বরের নির্বাচনে জয় পান রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন।

/এসআইএন

Exit mobile version