Site icon Jamuna Television

রূপনগরে ওয়ার্ড যুবদলের কর্মীসভা

রাজধানীর রূপনগর থানা যুবদলের ৭ নম্বর ওয়ার্ডের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে নেতা-কর্মীরা আয়োজনে অংশ নেন। তাদের মুখে ছিল খালেদা জিয়া আর তারেক রহমান নিয়ে নানা স্লোগান।

কর্মীসভায় নেতারা নতুন বাংলাদেশে নতুন ধারার রাজনীতি করার অঙ্গীকার করেন। দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান।

নেতারা বলেন, সবাই মিলে আমরা আন্দোলন করেছি। যার ফলে বিতাড়িত হয়েছে ফ‍্যাসিস্টরা। এই আন্দোলনের মালিক জনগণ। আর এই জনগণকে নেতৃত্ব দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

/এসআইএন

Exit mobile version