Site icon Jamuna Television

মিরপুর মডেল থানার ওসির বদলির প্রতিবাদে বিক্ষোভ

মিরপুর মডেল থানার ওসি গিয়াসউদ্দিন মিয়াকে বদলির প্রতিবাদে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর জোনের ছাত্ররা।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে মিরপুর মডেল থানার সামনে এ বিক্ষোভ করেন তারা। তারা বলেন, সকাল ১০টার মধ্যে তার বদলির আদেশ স্থগিত করতে হবে। বদলির কারণ জানতে চেয়ে থানা বন্ধ করে দেয়ারও হুশিয়ারি দেন তারা।

এ ছাড়াও, বদলির আদেশ স্থগিত করা না হলে রাস্তা অবরোধ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে মিছিল নিয়ে যাবে বলেও জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুরের ছাত্ররা।

/এএস

Exit mobile version