Site icon Jamuna Television

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান

৬.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ানের দক্ষিণাঞ্চল। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল চিয়াই কাউন্টি হল থেকে ৩৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। মঙ্গলবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) রাত ১২টা ১৭ মিনিটে আঘাত হানে এই ভূমিকম্প। এতে আহত হয়েছেন অন্তত ২৭ জন।

তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা ৬ ছিল বলে জানিয়েছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে ৫০টিরও বেশি আফটারশক রেকর্ড করা হয়েছে। ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পের কারণে বেশ কয়েকটি বাড়ির ছাদ ধসে পড়েছে। অনেক রাস্তা পাথর এবং ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর না পাওয়া গেলেও উদ্ধারকারী দল ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চালাচ্ছে।

/এআই

Exit mobile version