Site icon Jamuna Television

বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন সাইফ

বলিউডের ‘ছোট নবাব’ খ্যাত সাইফ আলি খান স্থানীয় সময় বুধবার (১৫ জানুয়ারি) মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে আততায়ীর হাতে জখম হন। এরপর তাকে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন চিকিৎসা গ্রহণ শেষে মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বাড়ি ফিরতে চলেছেন এই অভিনেতা। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লীলাবতী হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন সাইফ আজ বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাবেন। তবে চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন। সেই সাথে, অভিনয় সংক্রান্ত কাজ থেকে আপাতত দূরে থাকতে বলেছেন চিকিৎসকরা।

উল্লেখ্য, গভীর রাতে নিজ বাড়িতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি বলিউড তারকা সাইফ আলি খান। বুধবার (১৫ জানুয়ারি) মধ্যরাতে মুম্বাইয়ের বান্দ্রায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা।

বিভিন্ন ভারতীয় গণমাধ্যম জানায়, সাইফ আলি খানের মুম্বাইয়ের বান্দ্রার বাড়িতে চুরি বা ডাকাতির চেষ্টাকালে ঘটেছে এ ঘটনা। গভীর রাতে এক দুর্বৃত্ত প্রবেশ করলে তাদের সঙ্গে ধস্তাধস্তি হয় সাইফ আলি খানের। এসময় তাকে ছুরিকাঘাত করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে বলা হয়, চুরির উদ্দেশে বলিউডের ‘নবাব’-এর বাড়িতে ঢোকে ওই দুর্বৃত্ত। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত। পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

/এআই

Exit mobile version