Site icon Jamuna Television

সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না: কমিশন প্রধান

সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত না। তাই সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে সুপারিশ করবে গণমাধ্যম সংস্কার কমিশন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে রাজশাহী বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ একথা বলেন।

তিনি বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে, তা প্রতিষ্ঠানকে মোকাবেলা করাসহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকেই সরবরাহ করতে হবে।

সাংবাদিকদের ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের বিষয়ে তদন্ত হবে জানিয়ে, জুলাই অভ্যুত্থানে আহত সাংবাদিকদের এখনও চিকিৎসা সহায়তা না পাওয়ার বিষয়কে বিস্ময়কর বলে মন্তব্য করেন কামাল আহমেদ। সভায় গণমাধ্যম সংস্কারে কমিশনকে বিভিন্ন পরামর্শ দেন গণমাধ্যমকর্মীরা।

/এনকে

Exit mobile version