Site icon Jamuna Television

নীলফামারীতে মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ৫৩ শিক্ষার্থী

নীলফামারী করেসপন্ডেন্ট:

সরকারি মেডিকেল কলেজে ভর্তিতে চমক দেখালো নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ বছর মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন ৫৩ শিক্ষার্থী। প্রকৌশল, মেডিকেলসহ স্বনামধন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি সাফল্য বিবেচনায়, কলেজটিকে এই অঞ্চলের গর্বের প্রতিষ্ঠান হিসেবে দেখছেন স্থানীয়রা।

১৯৬৪ সালে সৈয়দপুর কারিগরি কলেজ হিসেবে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। পরে, ২০২১ সালে নামকরণ হয় ‘সৈয়দপুর বিজ্ঞান কলেজ’। ২২৬ শিক্ষার্থীর মধ্যে ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৫০ জন। তার মধ্যে ৫৩ শিক্ষার্থী সুযোগ পেয়েছে মেডিকেল ভর্তি পরীক্ষায়। সে হিসেবে প্রতি ৩ জনে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন একজন শিক্ষার্থী। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকেরা।

মেডিকেলে সুযোগ পাওয়া একজন ছাত্রী বলেন, বাবা-মা ও আমার স্বপ্ন ছিল ডাক্তারি পড়বো। এবার সেই স্বপ্নটা বাস্ববে ধরা দিয়েছে। এতে আমি অনেক খুশি।

একজন অভিভাবক বলেন, এ কলেজে শিক্ষার্থীরা সুষ্ঠু একটা প্রতিযোগিতা করে নিজেদের মধ্যে। কীভাবে একে অন্যকে ছাড়িয়ে ভাল রেজাল্ট করা যায়, এই স্পৃহার কারণে আজকের দিনে এত ভালো রেজাল্ট।

অন্য আরেক অভিভাবক বলেন, কলেজের ভাল পরিবেশ ও মানসম্মত শিক্ষাদানের ফলে বরাবরই ভালো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার সুযোগ পাচ্ছে এখানকার শিক্ষার্থীরা।

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, পুরো বছর ধরে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও পারফরম্যান্স শতভাগ থাকে। শিক্ষাপ্রতিষ্ঠানে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে প্রতিবছর আশানুরূপ ফল করছেন শিক্ষার্থীরা বলে জানান তিনি।

উল্লেখ্য, গত পাঁচ বছরে এই কলেজ থেকে সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ২১১ জন আর বুয়েটে ৬১ জন।

/এসআইএন

Exit mobile version