Site icon Jamuna Television

আগামী জুলাই মাসে পদ্মাসেতু যান চলাচলের জন্য খুলে দেয়া হবে: অর্থমন্ত্রী

আগামী বছরের জুলাই মাসে যান চলাচলের জন্য পদ্মাসেতু খুলে দেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সরকারের ধারাবাহিকতা ধরে রাখা গেলে আগামী বাজেটের আকার হবে ১০ লক্ষ কোটি টাকা। আজ ক্যাম্পাস উন্নয়ন কেন্দ্র আয়োজিত যুগশ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা স্বর্ণপদক ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে ওই কথা বলেন অর্থমন্ত্রী।

ক্যাম্পাসের ৩৬ বছর পূর্তি উপলক্ষ্যে শিক্ষা প্রসারে অসামান্য অবদান রাখায় সাবেক মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থমন্ত্রী জানান, শেখ হাসিনার সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে । ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়তে লক্ষ্যমাত্রা ঠিক করা আছে। তাই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে একের পর এক মেগাপ্রকল্প সরকার বাস্তবায়ন করছে।

Exit mobile version