Site icon Jamuna Television

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ভগ্নিপতি-শ্যালক নিহত

প্রতীকী ছবি।

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে প্রাইভেটকারের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার গোকুল এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম ও বাবুল ইসলাম। সম্পর্কে তারা ভগ্নিপতি ও শ্যালক। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। 

হাইওয়ে পুলিশ জানায়, মঙ্গলবার ব্যবসায়িক কাজে নজরুল ও বাবুল প্রাইভেটকার যোগে গাইবান্ধায় গিয়েছিলেন। পরে বিকেলে ফেরার পথে ঢাকা-রংপুর মহাসড়কের গোকুল বাজার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি মহাসড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন গুরুতর আহত হন। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

/আরএইচ

Exit mobile version