Site icon Jamuna Television

‘মেসির পেশাদারিত্ব ও শিক্ষার অভাব রয়েছে’

মেসির পেশাদারিত্ব ও শিক্ষার অভাব রয়েছে। মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে ম্যাচে বিদ্রূপাত্মক আচরণ করায় মেসিকে নিয়ে এমন মন্তব্য করেছেন মেক্সিকোর সাবেক ফুটবলার আদোলফো বাউতিস্তা।

বছরের প্রথম ম্যাচে মেক্সিকোর ক্লাব আমেরিকার বিপক্ষে গতকাল মাঠে নেমেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। খেলা চলাকালীন মেক্সিকান ক্লাবটির ভক্তরা এলএমটেনকে নিয়ে বেশ বিরুপ প্রতিক্রিয়া জানায়। জবাবে বেশ স্বভাববিরুদ্ধ আচরণ করতে দেখা যায় বিশ্বকাপজয়ী এই তারকাকে।

মেক্সিকান ভক্তদের দুয়োর প্রতিক্রিয়ায় মেসি সে সময় আঙুল দিয়ে ইঙ্গিত করে বুঝাতে চান যে, আর্জেন্টিনা তিনটি বিশ্বকাপ জিতেছে আর মেক্সিকো এখন পর্যন্ত একটিও জিততে পারেনি।

এমন আচরণেই মায়ামি অধিনায়কের উপর ক্ষেপেছেন এই সাবেক মেক্সিকান। তিনি বলছেন, ফুটবলার হিসেবে আমি তাকে অনেক সম্মান করি। কিন্তু আমার দেশকে এভাবে খোঁচা দেয়া মোটেও পেশাদারিত্বের পরিচয় নয়। মেসির এসব ব্যাপারে শিক্ষা একটু কমই আছে বলে মনে হয়।

/এএম

Exit mobile version