Site icon Jamuna Television

ব্যর্থতার দায়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী প্রধানের পদত্যাগ

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থতার দায়ে পদত্যাগ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান হারজি হালেভি। স্থানীয় সময় সোমবার (২০ জানুয়ারি) তিনি পদত্যাগ করেছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হারজি হালেভি মার্চ মাসে তার পদ থেকে সরে যাবেন। হারজি হালেভি তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী ৬ মার্চ থেকে তা কার্যকর হবে।

সেনাবাহিনীর প্রকাশিত হালেভির পদত্যাগপত্র সূত্রে জানা যায়, ‘৭ অক্টোবরের (সেনাবাহিনীর) ব্যর্থতার জন্য দায় স্বীকার করে নিয়ে’ তিনি পদত্যাগ করছেন। সেনাবাহিনীর উল্লেখযোগ্য সাফল্যের সময়ে তিনি চলে যাচ্ছেন, যদিও যুদ্ধে ইসরায়েলের সব লক্ষ্য অর্জিত হয়নি। বর্তমান পরিস্থিতিকে তিনি সেনাবাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সাফল্যের সময় উল্লেখ করে পদত্যাগের কথা জানান।

/এআই

Exit mobile version