Site icon Jamuna Television

রোম থেকে ছেড়ে আসা বিমানের ফ্লাইটে বোমা হামলার হুমকি

ইতালির রোম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। অপরিচিত নম্বর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফোন করে এই হুমকি দেয়া হয়। বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে। ফ্লাইটটি বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। ফ্লাইটের ২৫০ জন যাত্রী ও ১৩ ক্রুকে প্লেন থেকে বের করে নিরাপদে টার্মিনালে নেয়া হয়েছে।

তিনি জানান, যথাযথ নিরাপত্তা প্রোটোকল মেনে বিমানটিতে বোম্ব ডিসপোজাল ইউনিটসহ যৌথবাহিনী তল্লাশি চালাচ্ছে। নিরাপত্তা কর্মীরা বিমানটিকে ঘিরে রেখেছেন বলেও জানান তিনি। 

/এনকে

Exit mobile version