Site icon Jamuna Television

লিভারপুলের সাতে সাত

চ্যাম্পিয়নস লিগে শতভাগ জয়ের ধারা ধরে রেখেছে শীর্ষ দল লিভারপুল। লিলের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই রয়ে গেলো অলরেডস। এতে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম সাত ম্যাচেই জিতলো আর্নে স্লটের দল।

রাতে ঘরের মাঠে ফ্রান্সের ক্লাব লিলকে আতিথ্য দেয় অপ্রতিরোধ্য লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচে ৩৪ মিনিটে মোহাম্মদ সালাহর গোলে প্রথম লিড নেয় অলরেডরস। ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় তারা।

৫৯ মিনিটে মান্দি লাল কার্ড দেখলে ১০ জনে পরিণত হয় ফ্রান্সের ক্লাবটি। তারপরও ৬২ মিনিটে ডেভিডের গোলে সমতায় ফেরে লিল। ৫ মিনিট পরই এগিয়ে যায় লিভারপুর। ৬৭ মিনিটে এলিয়ট নাম তোলে স্কোরশিটে। বাকি সময়ও আধিপত্য দেখায় অলরেডস। ইনজুরি টাইমে নুনিয়েজের গোল অফসাইডে বাতিল হয়। ফলে ২-১ স্কোরলাইনে তুষ্ট থেকে শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রেখে মাঠ ছাড়ে লিভারপুল।

এ নিয়ে তৃতীয়বার ইংল্যান্ডের কোনো ক্লাব চ্যাম্পিয়নস লিগে টানা সাত ম্যাচ জিতলো। ২০২১-২২ মৌসুমে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলও প্রথম সাত ম্যাচ জিতেছিল। গত মৌসুমে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি এই রেকর্ড গড়েছিল।

/এএম

Exit mobile version