Site icon Jamuna Television

বিহারিপল্লীর উচ্ছেদ বন্ধের নির্দেশ বহাল

রাজধানীর মিরপুরের বিহারি ক্যাম্পগুলোতে উচ্ছেদ বন্ধ রাখতে হাইকোর্টের নির্দেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে হাইকোর্টকে রুলের নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ১০ আগস্ট বিহারি ক্যাম্প উচ্ছেদ বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন। এই রিটের পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত উচ্ছেদ বন্ধ রাখতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দেন আদালত।

মিরপুরে উর্দুভাষীদের ক্যাম্পে বিনা নোটিশে ডিএনসিসি উচ্ছেদ অভিযান চালালে উর্দুভাষী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাকসুদ আলমসহ আরো দুজন হাইকোর্টে রিট আবেদন করেন। রিট আবেদনকারীদের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

Exit mobile version