Site icon Jamuna Television

শহীদ পরিবারের সঙ্গে জুলাই ফাউন্ডেশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সঙ্গে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। আজ বুধবার (২২ জানুয়ারি) ফাউন্ডেশন বরাবর এক চিঠিতে এ উদ্বেগ প্রকাশ করে তারা।

সংগঠনটি জানায়, মাসের পর মাস অপেক্ষা করেও কোনো আর্থিক সহায়তা পাননি অনেক আবেদনকারী। এই বিলম্ব আহত ও শহীদ পরিবারের জন্য হয়রানি এবং অনিশ্চিয়তা সৃষ্টি করেছে বলে মনে করে জাতীয় নাগরিক কমিটি। ফাউন্ডেশনের হেল্প লাইনে বা অফিসে এসে সরাসরি যোগাযোগের সময় অশোভন ও অবজ্ঞাপূর্ণ আচরণের অভিযোগও তোলা হয়।

জাতীয় নাগরিক কমিটি উল্লেখ করে, অনেকের সহায়তা পাওয়ার যোগ্যতা নিয়েও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। এছাড়া, আর্থিক সংকটের কারণে অনেকে হাসপাতালে যেতে কিংবা ওষুধ কিনতে পারছেন না বলেও জানানো হয়। উদ্ভূত পরিস্থিতিতে সমন্বয় ও পরিকল্পনা সম্পর্কে জানতে চাওয়া হয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাছে।

এদিকে, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্ব ছেড়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। বুধবার সকালে নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

/এএম

Exit mobile version