Site icon Jamuna Television

ভিকারুননিসার নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিনা বেগম

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে হাসিনা বেগমকে। আজ শুক্রবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এক জরুরি বৈঠক শেষে পর্ষদের চেয়ারম্যান গোলাম আশরাফ তালুকদার এই তথ্য জানান।

এসময় তিনি আরো বলেন, বৈঠকে প্রভাতী শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে মহসিন তালুকদারকে।

সভার শুরুতেই অরিত্রী অধিকারীর জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরিচালনা পর্ষদের ১০ সদস্যদের উপস্থিতিতে প্রায় দেড় ঘন্টা ধরে সভাটি চলে।

উল্লেখ্য, মোবাইল ফোনের মাধ্যমে নকলের অভিযোগ তুলে বাবা-মাকে ডেকে অপমান ও টিসি দেয়ার কথা বলায় রাজধানীর শান্তিনগরে নবম শ্রেণির ছাত্রী অরিত্রী গত ৩ ডিসেম্বর আত্মহত্যা করেন। নিহতের বাবার নাম দিলীপ অধিকারী। তার বাসা রাজধানীর শান্তিনগরে। এরপর থেকেই শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বন্ধ করে আন্দোলন করছিলো।

Exit mobile version