Site icon Jamuna Television

ফের রিমান্ডে পলক, আতিক ও সাদেক

হত্যা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক মেয়র আতিকুল ইসলামকে জিজাসাবাদের জন্য বিভিন্ন মেয়াদে ফের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এই তিনজন ছাড়াও ঢাকা উত্তর সিটির ২৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকেও জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে পুলিশ।

বুধবার (২২ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি এম ফারহান ইশতিয়াক তাদের এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, এদিন আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করে হাজতখানায় রাখা হয়। এরপর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এছাড়া মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক এমপি সাদেক খান ও সাবেক ২৯নং ওয়ার্ড কাউন্সিল সলিমুল্লাহ সলুর ৫ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত প্রত্যেক আসামির ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

/এমএইচ

Exit mobile version