Site icon Jamuna Television

আখাউড়ায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত দুই আসামিসহ গ্রেফতার ৩

আখাউড়া করেসপনডেন্ট:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুইজন যাবজ্জীবন ও একজন ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমোদাবাদ গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সেলিম মিয়া, টিটু মিয়া এবং ৭ বছরের সাজাপ্রাপ্ত ফজলু মিয়া। তারা তিনজনই উপজেলার আমোদাবাদ এলাকার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, ২০১৭ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সেলিম ও টিটুর বিরুদ্ধে আখাউড়া এবং ভৈরব থানার মামলা থানায় পৃথক মামলা দায়ের হয়। পরে আদালত তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। এদিকে অপর এক মামলায় ফজলুকেও সাত বছরের কারাদণ্ড দেয় আদালত।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমোদাবাদ এলাকায় নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়।

/আরএইচ

Exit mobile version