Site icon Jamuna Television

কুমিল্লায় নাশকতার মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি

কুমিল্লা ব্যুরো:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২০১৫ সালে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় নাশকতার একটি মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা আদালতের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।

এর আগে গত সোমবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক আফরোজা জেসমিন নাশকতার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা এ মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি দেন।

অ্যাডভোকেট কাইমুল বলেন, ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামে ঢাকা-চটগ্রাম মহাসড়কে একটি কাভার্ডভ্যান ভাঙচুর ও অগ্নি সংযোগের ঘটনায় নাশকতার মামলা করে পুলিশ। ওই মামলায় খালেদা জিয়া ৩২ নম্বর আসামি। সুনির্দিষ্ট সাক্ষ্য প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেন আদালত।

তিনি আরও বলেন, এজাহারে ৩২ জনের নামে মামলা হলেও চার্জশিটে ৪২ জনের নাম পাওয়া যায়। এর মধ্যে অব্যাহতি দেয়া হয়েছে ৩৬ জনকে। বাকী ৬ জন উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেয়ায় তাদের বিষয়ে সিদ্ধান্ত পরে নেয়া হবে বলেও জানান তিনি।

/এসআইএন

Exit mobile version