Site icon Jamuna Television

বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা: স্বরাষ্ট্র উপদেষ্টা

কারা চালের বাজারে সিন্ডিকেট তৈরি করেছে, তাদের ধরতে পারছে না সরকার। এমন মন্তব্য করে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন- সিন্ডিকেট ভাঙতে না পারায় চালের বাজার নিয়ন্ত্রণে আসছে না।

বুধবার (২২ জানিয়ারি) রাজধানীর খামারবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদফতর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। কৃষি উপদেষ্টার দাবি, চিকন চালের দাম বাড়লেও কমেছে মোটাচালের দাম। বন্যার ক্ষতির কথা বলে কেউ কেউ দাম বাড়ানোর চেষ্টা করায় প্রচুর চাল আমদানি করছে সরকার।

তিনি বলেন, বিমানে বোমা আতঙ্কের খবর পুরোপুরি মিথ্যা, যারা খবর ছাড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্হা নেয়া হবে। এসময় পুলিশ ও র‍্যাবের নতুন পোশাক বির্তক এড়িয়ে যান উপদেষ্টা। বলেন- শুধু পোশাক নয়, পরিবর্তন আনতে হবে মন ও মানসিকতার, কাজ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে।

/এটিএম

Exit mobile version