Site icon Jamuna Television

জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে: জিএম কাদের

অন্তর্বর্তীকালীন সরকার রাজনীতিতে জাতীয় পার্টিকে (জাপা) কোণঠাসা করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয়ে নরসিংদী জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, জাতীয় পার্টির সঙ্গে বৈষম্য শুরু হয়েছে। আমাদের স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়া হচ্ছে। রাজনীতিতে আমাদের কোণঠাসা করতে চাচ্ছে সরকার। মনে হচ্ছে, আমরা নব্য ফ্যাসিবাদের শিকার।

জাপা চেয়ারম্যান বলেন, দেশ এখন সঠিকভাবে চলছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে, কেউ এমন গ্যারান্টি দিতে পারছে না। দ্রব্যমূল্য বাড়ায় মানুষের মাঝে হাহাকার উঠছে। সাধারণ মানুষ আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে না। আধাপেট খাওয়া মানুষের সংখ্যা বেড়েই চলছে।

/এটিএম

Exit mobile version