Site icon Jamuna Television

জার্সিতে পাকিস্তানের নাম নিয়েই খেলবে ভারত!

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সিতে স্বাগতিক পাকিস্তানের নাম ছাপা নিয়ে বিতর্কের অবসান ঘটেছে। আইসিসির গাইডলাইন মেনেই ভারতের জার্সিতে টুর্নামেন্টের লোগো ছাপবে দেশটির ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া।

বুধবার (২২ জানুয়ারি) ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ- এ বিসিসিআই সচিব এমনটাই জানিয়েছেন। চলমান বিতর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে সাইকিয়া বলেন, আইসিসি যে গাইডলাইন দিয়েছে, আমরা সেটাকেই অনুসরণ করবো।

আইসিসির অফিসিয়াল লোগোর নীচে পাকিস্তান রয়েছে বলে উল্লেখ করা হলে, সাইকিয়া পুনরুল্লেখ করে বলেন, আমরা আইসিসির নির্দেশনা অনুসরণ করব।

শোনা যাচ্ছিল টুর্নামেন্ট শুরুর আগে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে হয়তো পাকিস্তানে যেতে হতে পারে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। সেটি নিয়ে বেশ আশাবাদী ছিল পাকিস্তান বোর্ডও। অবশ্য শেষ পর্যন্ত রোহিত পাকিস্তানে যাবেন কি না বিষয়টি নিশ্চিত করেননি সাইকিয়া।

এর আগে, আইসিসির এক কর্তা বলেন, জার্সিতে প্রতিযোগিতার লোগো রাখা প্রতিটা দেশের দায়িত্ব। এই নিয়ম অংশগ্রহণকারী প্রতিটা দেশ মানতে বাধ্য। শোনা যাচ্ছে, ভারত যদি চ্যাম্পিয়নস ট্রফির লোগো জার্সিতে না রাখে তা হলে কড়া শাস্তি দেয়া হতে পারে। যদিও আইসিসি আনুষ্ঠানিতভাবে কোনো বিবৃতি দেয়নি। পাকিস্তান বোর্ডও জানিয়েছে, ভারত যে লোগো লাগাবে না জার্সিতে এমন কোনো তথ্য তাদের কাছে নেই।

জল্পনার শুরু হয় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) এক কর্মকর্তার কথার সূত্র ধরে। তিনি জানান, বিসিসিআই ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে আসছে। এটা খেলার জন্য ভালো নয়। ওরা পাকিস্তানে আসতে চায়নি। অধিনায়ককেও ছবি তোলার জন্য পাঠাতে রাজি নয়। এখন শুনছি, জার্সিতে পাকিস্তানের নামও রাখতে চাইছে না। আশা করব আইসিসি এমনটা হতে দেবে না।

উল্লেখ্য, ১৯ বছর পর এশিয়ায় ফিরছে চ্যাম্পিয়নস ট্রফির আসর। সবশেষ ২০০৬ সালে ভারতে বসেছিল ওয়ানডে ফরম্যাটের এই বৈশ্বিক আসরটি।

/এমএইচআর

Exit mobile version