আগুন গুঞ্জনে ভারতে ট্রেন থেকে লাফিয়ে ১১ জনের মৃত্যু

|

চলন্ত ট্রেনে আগুন লেগেছে, ছড়িয়ে পড়ে এমন গুজব। আতঙ্কে ট্রেন থেকে লাফ দেন বেশ কিছু যাত্রী। এতে আরেক ট্রেনে কেটে ১১ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রে।

পুলিশ জানায়, মুম্বাই থেকে ৪০০ কিলোমিটার দূরে পাচোড়ার কাছে ছিল পুষ্পক এক্সপ্রেস ট্রেনটি। এমন সময় ট্রেনের কোনো একটি বগিতে আগুন লেগছে, ছড়িয়ে পড়ে গুজব। এসময় কিছু যাত্রী ট্রেনের চেইন টানেন, আর কিছু যাত্রী লাফ দেন। এমন সময় দিল্লিগামী কর্ণটাকা এক্সপ্রেসের নিচে কাঁটা পড়ে তাদের মৃত্যু হয়।

রেলওয়ে কর্মকর্তারা বলছেন, জ্যামিংয়ের কারণে পুষ্পক এক্সপ্রেসের একটি কোচের ভেতরে স্ফুলিঙ্গ তৈরি হয়েছিল। এতে যাত্রীরা ভেবেছিলেন ট্রেনে হয়তো আগুন লেগেছে। আতঙ্কিত হয়ে কয়েকজন যাত্রী লাফ দিলে এ মৃত্যুর ঘটনা ঘটে।

কর্মকর্তারা আরও জানান, আহতদের উদ্ধারে ইতোমধ্যেই উদ্ধারকারী ট্রেন রওয়ানা দিয়েছে। এছাড়া মহারাষ্ট্রের চিফ মিনিস্টার দেবেন্দ্র ফার্নান্দিস এ ঘটনায় শোক প্রকাশ করেছেন।

/এটিএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply