Site icon Jamuna Television

লস অ্যাঞ্জেলেসে ফের দাবানল, দ্রুত ছড়াচ্ছে আগুন

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আবারও নতুন করে ছড়াচ্ছে দাবানল। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শহরের উত্তরাঞ্চলে ঝড়ো বাতাসের কারণে দ্রুত গতিতে ছড়াচ্ছে দাবানলটির আগুন। খবর রয়টার্সের।

নিয়ন্ত্রণহীন এই দাবানলে মাত্র দুই ঘণ্টায় পুড়ে গেছে ৯ হাজার একরের বেশি এলাকা। তবে এখনও কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি। ঝুঁকি বিবেচনায় অবশ্য এরইমধ্যে অনেক বাসিন্দাকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

প্রবল বাতাস ও শুকনো ঝোপঝাড়ের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। যার ফলে ৩১ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এলেও এখনও ‘রেড ফ্ল্যাগ’ জারি রয়েছে। বাতাসের তীব্রতা বেশি থাকায় এখনও আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।

ক্যালিফোর্নিয়া বন ও অগ্নি সুরক্ষা বিভাগ (ক্যাল ফায়ার) জানিয়েছে, ১ হাজার ১০০ দমকল কর্মী দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় গত ৯ মাস ধরে উল্লেখযোগ্য হারে বৃষ্টিপাত হয়নি, যা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে শনিবার থেকে সোমবার পর্যন্ত কিছু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

/এএম

Exit mobile version