Site icon Jamuna Television

জার্মানিতে ছুরিকাঘাতে শিশুসহ নিহত ২

জার্মানিতে ছুরিকাঘাতে শিশুসহ প্রাণ গেছে ২ জনের। বুধবার (২২ জানুয়ারি) জার্মান সিটির আসাফেনবার্গে ঘটে এ ঘটনা। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন।

দেশটির সংবাদমাধ্যম ডয়চে ভেলে জানিয়েছে, জার্মানির দক্ষিণের রাজ্য বাভারিয়াতে ছুরিকাঘাতে এক ব্যক্তি ও এক শিশুর মৃত্যু হয়েছে। সন্দেহভাজন হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বলছে, তিনি আফগানিস্তানের নাগরিক। তবে হামলার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারীনি তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার যুবক মানসিক ভারসাম্যহীন। গেলো ডিসেম্বর শেষ হয়েছে তার জার্মানিতে বসবাসের বৈধতা। তবে মানসিক অসুস্থতার কারণেই জার্মানি ছাড়েননি তিনি। রয়েছেন চিকিৎসাধীন।

এ ঘটনায় জার্মান সিটিতে শুরু হয়েছে তোলপাড়। প্রতিবাদ জানাতে বিক্ষোভ করছেন বাসিন্দারা। অভিবাসন নীতি নিয়ে আপত্তির কথা জানান বিক্ষোভকারীরা। নিয়মতান্ত্রিকভাবে অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, গত ক্রিসমাসের সময় মাগডেবুর্গ শহরে গাড়ি হামলায় ৬ জন নিহত এবং ৩০০ জন আহত হন। এরপর জার্মানিতে ঝুঁকি এড়াতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়।

/এএম  

Exit mobile version