Site icon Jamuna Television

মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সঙ্গে বৈঠক গণমাধ্যম সংস্কার কমিশনের

সংবাদমাধ্যমের অধিকার রক্ষায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন মিডিয়া ফ্রিডম কোয়ালিশনের সঙ্গে বৈঠক হয়েছে গণমাধ্যম সংস্কার কমিশনের।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে এ বৈঠক হয়।

এতে যুক্তরাষ্ট্র দূতাবাসের পাবলিক ডিপ্লোমেসি সেকশনের কর্মকর্তা, ব্রিটিশ হাইকমিশন, জাপান, সুইডেন, নেদারল্যান্ডস, ফ্রান্স, সুইজারল্যান্ড ও ইতালি দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগ দেন।

বৈঠকে গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাহিম আহমেদ, অধ্যাপক গীতি আরা নাসরীনসহ কমিশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গণমাধ্যমকে সংস্কারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠক করছে গণমাধ্যম সংস্কার কমিশন। এর আগে, গতকাল বুধবার (২২ জানুয়ারি) ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সঙ্গেও বৈঠক হয় কমিশনের।

/এএম

Exit mobile version