Site icon Jamuna Television

স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

সারাদেশের মহাসড়কে স্লিপার বাস চলাচলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান।

রিট আবেদনে বলা হয়, মহাসড়কে নিয়মবহির্ভূতভাবে স্লিপার বাসগুলো চলাচল করছে। আনফিট বাসগুলোকেও স্লিপারে রূপান্তর করা হচ্ছে। কোনো ধরনের নিরাপত্তা ফিচার ছাড়াই নিম্নমানের চেসিসে অধিক উচ্চতা ও ধারণক্ষমতা নিয়ে এসব স্লিপার কোচ তৈরি করা হয়। তাছাড়া, নিম্নমানের কোচ ব্যবহার করে লাক্সারী ক্যাটাগরির ভাড়া নেয়া হয়।

রিটকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান বলেন, একতলা বাসের অনুমতি নিয়ে বাসগুলোকে স্লিপার বানানো হয়। সড়ক পরিবহন আইন বা বিধিমালা অনুযায়ী তা অবৈধ। ফলে রিট মামলাটি দায়ের করা হয়েছে। রিটে এ বিষয়ে রুলসহ নির্দেশনা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

/আরএইচ

Exit mobile version