Site icon Jamuna Television

এবার হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাবদ্ধ করলেন ট্রাম্প

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাবদ্ধ করে গতকাল বুধবার (২২ জানুয়ারি) একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আদেশে স্বাক্ষরের সময় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইয়েমেন, সৌদি আরব ও আরব আমিরাতে হামলার জন্য হুতিরা দায়ী।

নির্বাহী আদেশে উল্লেখ করা হয়, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বেসামরিক নাগরিক ও কর্মকর্তাদের জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা ও সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতিরা ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণ করছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে ভয়াবহ হামলা চালায়। এর প্রতিশোধ নিতে ইসরায়েল গাজায় বর্বরোচিত আক্রমণ শুরু করে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ইসরায়েল-যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন পশ্চিমা দেশের জাহাজে হামলা চালায়।

উল্লেখ্য, গত ডিসেম্বরে হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসবে তালিকাভুক্ত করে মার্কিন প্রতিবেশি কানাডা।

/এমএইচআর

Exit mobile version